মোস্তফা সরয়ার ফারুকী বিপদমুক্ত
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বিনোদন ডেক্স  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ২৪-০১-২০২৪ ০৫:০৯:০৪ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ২৪-০১-২০২৪ ০৫:০৯:০৪ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                আপাতত শঙ্কার মেঘ কেটে গেছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিপদমুক্ত বলে জানিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
গত কয়েকদিনের মতোই ফেসবুকে জানিয়েছেন এই নির্মাতার সবশেষ অবস্থা। তিনি লেখেন, 'প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহামদুলিল্লাহ।'
যোগ করে তিনি বলেন, 'কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস-এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত।'
 স্ট্রোক করে আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী, দোয়া চাইলেন তিশাস্ট্রোক করে আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী, দোয়া চাইলেন তিশা
 আমি তো এমন জীবন প্রার্থনা করেছিলাম: ফারুকীআমি তো এমন জীবন প্রার্থনা করেছিলাম: ফারুকী
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর স্ট্রোকের কথা জানান। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স