যেসব প্রকল্প চলমান , সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।প্রধানমন্ত্রী
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৪-০১-২০২৪ ০৫:০৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৪ ০৫:০৬:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী ৫ বছর যতটুকু পারা যায় কাজ করে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বুধবার পরিকল্পনা কমিশনে একনেক সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করবো বা সেটা কিভাবে আমরা সমাধান করব, কিভাবে কার্যকর করব এ বিষয়গুলোও আমাদের মাথায় রাখতে হবে। এই ৫ বছর আমি যতটুকু পারি কাজ করে যাবো, এটাই আমার লক্ষ্য। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব বলে ঘোষণা দিয়েছি। সেটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।'
সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রীসৌদি আরবের কাছে আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এ সময়নতুন প্রকল্প নেয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রকল্পের ব্যয় কিভাবে হবে, অর্থের উৎস এবং দেশের জন্য কতটা কাজে আসবে তাও বিবেচনা করার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় সরকারের ১৫ খাতের প্রতিনিধি তথ্য উপস্থাপন করা হয়। এসময় প্রধানমন্ত্রী, ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রার সুবিধা-অসুবিধাগুলো চিহ্নিত করে কাজ করার তাগিদ দেন।
সামষ্টিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স