ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০১-২০২৪ ০২:০৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৪ ০২:০৩:৩২ অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ফাইল ছবি
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স যেন পাকিস্তানের ক্রিকেটটাই বদলে দিয়েছে। নিজেদের শক্তির ধারে কাছেও যেতে পারেনি বাবর আজমরা। ব্যর্থ বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও সেই একই গল্প। হারের পর হার, এমন টানা ব্যর্থতার পর কদিন আগে পিসিবি প্রধানের পদ ছেড়ে  দিয়েছেন জাকা আশরাফ। কারণ হিসেবে জানিয়েছেন, যেভাবে ক্রিকেটের উন্নতি আনতে চেয়েছিলেন, সেভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

জাকা আশরাফের পর কে হতে যাচ্ছেন পিসিবির পরবর্তী প্রধান তা নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। এবার সেই আলোচনার ইতি টেনেছে পাকিস্তানের গণমাধ্যম। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জাকা আশরাফের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মহসিন নাকবি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) 'ম্যানেজমেন্ট কমিটি'র প্রধান।

সম্প্রতি পিসিবির এক সভায় নিজের সরে যাওয়ার কথা জানান জাকা আশরাফ। সংশ্লিষ্টদের 'সূত্র' হিসেবে জানিয়ে খবরটা দিয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

'আমি ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাচ্ছিলাম, কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। এখন সবকিছু প্রধানমন্ত্রীর (তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার) হাতে, তিনি তাঁর পছন্দমতো কাউকে (পিসিবি প্রধান হিসেবে) মনোনীত করবেন' - পিসিবির কমিটির চলমান সভায় জাকা আশরাফ এমন বলেছেন বলে সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল জিও নিউজ।

জাকা আশরাফের সরে দাঁড়ানোর পর পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাকবিকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আসন্ন দুই সপ্তাহের মাঝেই পিসিবি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই আনুষ্ঠানিকভাবে পিসিবির প্রধান হবেন মহসিন নাকবি।

নাকবির পিসিবি প্রধান হওয়ার সংবাদ গণমাধ্যমে আসার পর তিনি বলেন, 'পাকিস্তান ক্রিকেটকে যে বিষয়গুলো ক্ষতি করছে আমি তা সমাধানের চেষ্টা করব। ক্রিকেটকে ঢেলে সাজানো সময়ের ব্যাপার মাত্র।'

নিউজিল্যান্ডে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বিপিএল ও আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত পাকিস্তানের ক্রিকেটাররা। এদিকে পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় আসর পিএসএল আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। তার আগে

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ