ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০১-২০২৪ ০১:৪৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৪ ০১:৪৬:৩৯ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত ফাইল ছবি
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম আলী ও আলমগীর হোসেনের বাড়ি একই উপজেলার পান্তাপড়া গ্রামে।


পুলিশ ও স্থানীয়রা জানান, মহেশপুর উপজেলা শহর থেকে যাত্রীবাহী সিএনজি (মাহেন্দ্র)  ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই উপজেলার ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়, আহত হয় আরও চারজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ