ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরব আমিরাত সফরে গেছেন সেনাবাহিনী প্রধান

আপলোড সময় : ২২-০১-২০২৪ ০২:৫৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৪ ০২:৫৪:৪৪ অপরাহ্ন
আরব আমিরাত সফরে গেছেন সেনাবাহিনী প্রধান ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে সেনাপ্রধানের এই সফর।


রোববার (২১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য 'ইউমেক্স-২০২৪' এবং 'সিমটেক্স-২০২৪' প্রদর্শনীতে অংশ নেবেন।

পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেসময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।r/tv

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ