৩ বিভাগে বৃষ্টির আভাস, মাসের শেষেও শৈত্যপ্রবাহের শঙ্কা
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২২-০১-২০২৪ ০২:৩৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৪ ০২:৩৭:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকার দক্ষিণের জেলাগুলোসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী বুধ ও বৃহস্পতিবার এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চলতি মাসের শেষের দিকেও শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকার দক্ষিণের জেলাগুলোসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
আব্দুর রহমান খান বলেন, চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে। রাজশাহী, রংপুর বিভাগের সব জেলাতেই মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলবে আরও কয়েক দিন।
এদিকে আজ নওগাঁ ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।
এর আগে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোসহ টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
২ বিভাগ ও ৫ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ২ বিভাগ ও ৫ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ
ওমর ফারুক বলেন, আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা কম থাকবে। এরপর আগামী বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে থাকবে।
সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিচের দিকে নেমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও নিচের দিকে নেমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মধ্যরাতের পর থেকে কুয়াশা থাকছে। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স