ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু।

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২১-০১-২০২৪ ০৪:০৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৪ ০৪:০৯:১৯ অপরাহ্ন
মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। ফাইল ছবি
গেল বছর মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা 'অ্যানিমেল'। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্সঅফিসও মাতিয়েছে 'অ্যানিমেল'। তবে সমালোচনাও করছেন অনেকে। এবার সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু।

অভিনেত্রী বলেন, অনেকেই আমাকে 'অ্যানিমেল' নিয়ে নানা কথা বলেছেন। আমি নিজে চরমপন্থী নই। কিন্তু হলিউডের সঙ্গে তুলনা করলেও চলবে না।

এমনকি এখন পর্যন্ত নাকি 'অ্যানিমেল' দেখেননি তাপসী। তবে সময়ের অভাবে নাকি ইচ্ছে করেই দেখেননি।

অভিনেত্রী আরও বলেন, হলিউডে কিন্তু কেউ সিনেমার গল্প বা তারকাদের কেশসজ্জাকে বাস্তবে অনুকরণ করেন না। কিন্তু আমাদের দেশে সেটা করা হয়। তাই সিনেমার দর্শকের সঙ্গে আমাদের তুলনা চলে না।

তাপসী মনে করেন এই ধরনের সিনেমা নির্মাণের আগে সমাজে তার কীরকম প্রতিক্রিয়া হবে, সেটা খুব ভালোভাবে বিবেচনা করা উচিত। একই সঙ্গে অভিনেত্রী জানান, এই ধরনের কোনো সিনেমায় কখনোই অভিনয় করতে রাজি নন তিনি।

অভিনেত্রীর ভাষ্যমতে, একজন তারকা হিসেবে বাস্তবকে মাথায় রেখে আমার ক্ষমতাকে বিবেচনা করা উচিত। কারণ, ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে দায়িত্ববোধ। তাই আমি এই ধরনের সিনেমা করতে রাজি নই।

সূত্র : আনন্দবাজার

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ