ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০১-২০২৪ ০৩:২০:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৪ ০৩:২০:০২ অপরাহ্ন
ফাইল ছবি
হালনাগাদকৃত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভোটারের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। রোববার প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। আর নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এসব আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ