ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এই সরকার জনগণের সরকার নয়: মান্না

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:৩৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:৩৪:০২ অপরাহ্ন
এই সরকার জনগণের সরকার নয়: মান্না ফাইল ছবি
এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকালে নির্বাচনের বিরোধিতা করে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালনকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার প্রতারণা করছে। ভোটের নামে সার্কাস করে তারা ক্ষমতায় এসেছে। এই সরকার জনগণের সরকার নয়।

নাগরিক ঐক্যের সভাপতি অভিযোগ করে বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যে কষ্টে আছে, সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

মান্না বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মাধ্যমে অবৈধভাবে অনেক টাকা বিদেশে চলে যাচ্ছে। সরকার সেসব জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশের কোনো মানুষই এই নির্বাচনকে মেনে নেয়নি। এ সময় লড়াই করে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ