এই সরকার জনগণের সরকার নয়: মান্না

আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:৩৪:০২ অপরাহ্ন
এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকালে নির্বাচনের বিরোধিতা করে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালনকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার প্রতারণা করছে। ভোটের নামে সার্কাস করে তারা ক্ষমতায় এসেছে। এই সরকার জনগণের সরকার নয়।

নাগরিক ঐক্যের সভাপতি অভিযোগ করে বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যে কষ্টে আছে, সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

মান্না বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মাধ্যমে অবৈধভাবে অনেক টাকা বিদেশে চলে যাচ্ছে। সরকার সেসব জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশের কোনো মানুষই এই নির্বাচনকে মেনে নেয়নি। এ সময় লড়াই করে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩