ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেরি উদ্ধারে পাটরিয়ায় পৌঁছেছে জাহাজ প্রত্যয়

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০১-২০২৪ ০৫:৪২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৪ ০৫:৪২:৩৬ অপরাহ্ন
ফেরি উদ্ধারে পাটরিয়ায় পৌঁছেছে জাহাজ প্রত্যয় ফাইল ছবি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অদূরে নয়টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযানে যোগ দিতে ঘাট এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আসে প্রত্যয়। কিছুক্ষণ পরেই ফেরিটি উদ্ধারে অভিযান শুরু করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

তৃতীয় দিনের মতো ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে নামে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। অন্যদিকে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল নিখোঁজ ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধানে অভিযান অব্যাহত রাখলে সন্ধান মেলেনি তার।

বিকেল সাড়ে ৩টার দিকে বিআইডব্লিউটিএ সূত্রে বিষয়টি জানা গেছে। তবে তৃতীয় দিনের উদ্ধার অভিযানে এখনো কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ফেরিডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে। যানবাহনগুলো উদ্ধারে আজকেও উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সকাল থেকেই কাজ করছে। এ ঘটনায় নিখোঁজ ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধান এখনো পাওয়া যায়নি। ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার অভিযানে যোগ দিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে চলে এসেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরিটি উদ্ধারে অভিযান শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ