অর্ধেক দামে লা রিভের পোশাক
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৭-০১-২০২৪ ০৬:২৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০১-২০২৪ ০৬:২৫:৩১ অপরাহ্ন
ফাইল ছবি
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে ইন্ড-অফ সিজন সেল। বিশেষ এই সেলে তাদের সব পোশাক মিলবে অর্ধেক দামে। সকল ক্যাটাগরির পোশাক, নির্দিষ্ট হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।
১৭ জানুয়ারি প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্ড অফ সিজন সেলে পাওয়া যাবে লা রিভের উইন্টারসহ সকল ফ্যাশন সিজনের পোশাক। নারীদের জন্য শীতের শাল, সোয়েটার, জ্যাকেট, সোয়েটশার্ট, ব্লেজার ও টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ ও টিশার্ট সবই পাওয়া যাবে এই সেলে। আরও আছে পালাজ্জো, স্কার্ট, হারেম, লেগিংস ও জিন্স প্যান্ট। পুরুষদের জন্য উইন্টার জ্যাকেট, ব্লেজার, সোয়েটশার্ট, হুডি, ক্যাজুয়াল, সেমিফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ সব ধরনের শার্ট থাকবে। পোলো ও টিশার্টের সাথে ম্যাচিং জিন্স, চিনোস সহ টেন্ডি প্যান্ট পাজামাগুলিও রাখা হয়েছে সেলের এই দারুন উৎসবে।
টিন, কিড বয় ও গার্ল এবং নবজাতক শিশুদের জন্য থাকছে আরামদায়ক পোশাক। যার মধ্যে অন্যতম স্টাইলিস পোলো, টিশার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজসহ নিমা সেট। হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে সুলভ মূল্যে ও সাধ্যের মধ্যে সব ধরনের পোশাক ও অনুষঙ্গ কেনার ব্যবস্থা থাকবে এই সেলে। স্টোর ছাড়াও অনলাইন www.lerevecraze.com থেকে কিনতে পারবেন ছাড়ের পোশাক।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স