ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তোপের মুখে নিউজিল্যান্ড

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০১-২০২৪ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৪ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
তোপের মুখে নিউজিল্যান্ড ফাইল ছবি
পাকিস্তানের ব্যর্থতার গল্প যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর আজ তৃতীয় টি-টোয়েন্টি ছিল বাঁচা-মরার লড়াই। বাঁচবে কী, উল্টো ৪৫ রানে হেরে গেছে পাকিস্তান। সিরিজ জয়ের মিশনে থাকা স্বাগতিকরা ফিন অ্যালেনের রেকর্ড শতকে ২২৪ রানের বিশাল সংগ্রহ পায়। তাড়া করতে নেমে ১৭৯ রানে থামে পাকিস্তান। পাকিস্তানের এমন হারের দিনে আলোচনায় উইকেটকিপার আজম খান।

পাকিস্তানি এই ক্রিকেটার তিন ম্যাচে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়ার আগেই ডানেডিনে হাস্যরসের শিকার হয়েছেন আজম খান। পাকিস্তানের এই ব্যাটারকে জনপ্রিয় রেসলার 'বিগ শো'র সঙ্গে তুলনা করেছে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের ডিজে। আর তাতেই রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিয়ে।

ঘটনার সূত্রপাত পাকিস্তান ইনিংসের ১১তম ওভারের শেষ দিকে। ফখর জামান যখন আউট হয়ে সাজঘরে ফিরেছেন, তখন মাঠে প্রবেশ করছিলেন আজম খান। সেই মুহূর্তে মাঠে জনপ্রিয় রেসলার 'বিগ শো'র আগমনি গান বেজে উঠে। ডব্লিউডব্লিউই খ্যাত রেসলিং জগতের তারকা বিগ শো যখন রিংয়ে প্রবেশ করেন, তখন 'ইটস এ বিগ শো' নামের গান বাজানো হয়। যা পুরো বিশ্বে 'বিগ শো'র আগমনি গান হিসেবে পরিচিত।

আজ আজম খান মাঠে ঢোকার সময়ে সেই গানই বাজিয়েছেন স্টেডিয়ামের ডিজে। এই থিম সং দিয়ে মূলত পাকিস্তান কিংবদন্তি মঈন খানের ছেলে আজমের শরীরের ওজনকে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের ক্রিকেট অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০২১ সালে আজম খান প্রথমবার পাকিস্তান দলে ডাক পাওয়ার সময়ে খবর আসে, এর আগের এক বছরে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার শরীরটার ওজন ৩০ কেজি কমিয়ে ১০০ কেজিতে নামিয়ে এনেছিলেন আজম।

পাকিস্তানের ভক্তদের থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরা এই ঘটনার ব্যাপক সমালোচনা করছেন। পিসিবিকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ