পরকীয়া নিয়ে হুঁশিয়ারি
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৬-০১-২০২৪ ০১:১৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০১-২০২৪ ০১:১৭:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি। শোবিজে সুখী দম্পতি হিসেবেও তাঁদের সুনাম রয়েছে। সম্প্রতি চয়নিকা চৌধুরীর 'কাগজের বউ' ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানেই পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দেন অনন্ত।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব ও পরী মণি। প্রিমিয়ার শোতে তাঁদের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন অনন্ত। তিনি বলেন, 'এসময়ে এরকম সিনেমার খুব দরকার। পর্দায় দুজনকেই ভীষণ ভালো লেগেছে। ডি এ তায়েবের অভিনয় থেকে গেটআপ সবই দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত।'
২৩ কোটির ছবিতে এই লুকেই হাজির হবেন অনন্ত জলিল২৩ কোটির ছবিতে এই লুকেই হাজির হবেন অনন্ত জলিল
তিনি আরও বলেন, 'কাগজের বউ সিনেমার গল্পটা চমৎকার ছিল। যিনি লিখেছেন বেশ পরিশ্রম করতে হয়েছে। শুধু সিনেমায় নয়, বাস্তবেও স্বামী-স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকা দরকার।'
এ সময় সামাজিক নানান বিষয়ও তুলে ধরেন অনন্ত। বললেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে যেন পরকীয়া ঢুকতে না পারে। বর্তমানে এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। জনজীবনকে ধ্বংস করেছে। আর ফেসবুক আসার পর এই সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।'
প্রসঙ্গত, ছবিটিতে বড়লোকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পরী মণি। কিন্তু সম্মতি ছাড়াই গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। মূলত বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল তাঁকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে কাগজের বউ। এটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এতে ডি এ তায়েব ও পরী মণি ছাড়াও অভিনয় করেছেন ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স