চাঁদপুরে কারাগারে আসামির মৃত্যু
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৪-০১-২০২৪ ০৪:৪০:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০১-২০২৪ ০৪:৪০:০০ অপরাহ্ন
ফাইল ছবি
চাঁদপুর জেলা কারাগারে বজলাল পাটিকর (৬২) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বজলাল পাটিকর চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া গ্রামের রাখাল চন্দ্র পাটিকরের ছেলে।
চাঁদপুর জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, গত ২৮ ডিসেম্বর হত্যা মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি অসুস্থ হলে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, 'চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আমি মরদেহ সরজমিনে পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স