নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বহনে ৪০ টি গাড়ি প্রস্তুত
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৩-০১-২০২৪ ০১:৪৩:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০১-২০২৪ ০১:৪৩:১০ অপরাহ্ন
ফাইল ছবি
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বহনে ৪০ টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এতে ধারণা করা হয়েছে এবার ৪০ জনের মন্ত্রিসভা হবে। নতুন মন্ত্রীদের শপথ আজ।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ৪০টি নতুন গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ৪০টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এসব গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দ্বাদশ সংসদের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মন্ত্রীসভায় থাকা তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। এর বাইরে জাতীয় সংসদ নির্বাচনে তিন প্রতিমন্ত্রী দলীয় মনোনয়ন পাননি। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন আরও তিন প্রতিমন্ত্রী। তারা এবার মন্ত্রিসভায় ঠাই পাবেন না বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স