ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০১-২০২৪ ০৪:১২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৪ ০৪:১২:৩৮ অপরাহ্ন
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ ফাইল ছবি
চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রায় আড়াই মাস পর আজই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল বুধবার গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় খালেদাকে বাসায় নেওয়া হবে।

গত মঙ্গলবার সন্ধ্যায়ও শারীরিক অবস্থার অবনতির কারণে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। পরে ফের কেবিনে স্থানান্তর করা হয়। এরপরই জানানো হয় আজ বৃহস্পতিবার বাসায় ফিরছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তির পর খালেদা জিয়া হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজ  রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিকেল ৩টার দিকে সেখানে সংবাদ সম্মেলন করবেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

তালা ভাঙার পর রিজভী বলেন, 'আমাদের যুবদলের একজন নেতা ও একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের তাণ্ডব শুরু হয়। গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ এক নারকীয় তাণ্ডব চালিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। দুই মাসের অধিক সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশপাশে ভিড়লেও তাদের আটক করে নিয়ে গেছে।'

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর থেকে তালাবদ্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতা-কর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরমধ্যে ২৮ অক্টোবরের পর থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করে নতুন নতুন আন্দোলন ঘোষণা করে আসছিল বিএনপি। দফায় দফায় পালন করা হয় হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি। অবরোধ-হরতালে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। আগুন দেওয়া হয় ট্রেনেও।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করতে গত ২০ ডিসেম্বর থেকে সরকারের বিরুদ্ধে 'সর্বাত্মক অসহযোগ আন্দোলনে'র ডাক দেয় দলটি। এই আন্দোলনে অংশ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়। বিতরণ করা হয় লিফলেট। ভোটের দিনকে কেন্দ্র করে ঘোষণা করা হয় ৪৮ ঘণ্টার হরতাল।

তবে এসব আন্দোলন-কর্মসূচীর মধ্য দিয়ে স্বল্প ভোটার উপস্থিতি এবং বিচ্ছিন্ন কিছু স্থানে সহিংসতার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ২২২টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৬২টি আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর ওয়াকার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি করে আসন।

নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন বললেও নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি দাবি করছে- বিএনপির নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে সাধারণ জনগণ।

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্যও সম্মতি জ্ঞাপন করেছেন তিনি। পরে মন্ত্রিসভায় শপথ নিতে ৩৬ জনকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁরা শপথ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ