ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০১-২০২৪ ০৪:০৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৪ ০৪:০৬:১২ অপরাহ্ন
আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে। ফাইল ছবি
মোবাইল ফোনে আড়িপাতার কথা প্রায়ই শোনা যায়। অজান্তে আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে। এর মাধ্যমে আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, কী বলছেন তা অন্য কেউ শুনে ফেলতে পারে। ফোনে কেউ আড়ি পাতছে কি না, এটি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য আপনাকে  সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।

কীভাবে বুঝবেন ফোনে কেউ আড়ি পাতছে
আপনার ফোনে আড়ি পাতার মাধ্যমে কল বা মেসেজ অন্যের হাতে যাচ্ছে কি না তা জানতে পাঁচটি নম্বর ডায়াল করতে হবে। আপনার মোবাইলের ফোন বুকে  *#61# ডায়াল করতে হবে। এটিতে কল করলে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনো পরিষেবা ফরোয়ার্ড করা হয়, তবে এর মানে হলো আপনার কল বা মেসেজ গোপনে অন্য কেউ শুনছে এবং দেখছে।

কল ফরওয়ার্ডিংয়ে কী হয়
কল ফরওয়ার্ডিংয়ের সময় আপনি যখন নেটওয়ার্ক জোনে থাকেন না বা ফোন রিসিভ করেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। এরপর যে ব্যক্তি এই কল রিসিভ করে সে আপনার ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বন্ধ করে দেওয়া।

বন্ধ করবেন যেভাবে
যদি আপনার কোনো কল বা মেসেজ ফরোয়ার্ড করা হয় আর আপনি এটি বন্ধ করতে চান, তবে আপনাকে #002# নম্বর ডায়াল করতে হবে। এরপর একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে আপনার সমস্ত ফরোয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ