ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০২:০৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০২:০৫:১২ অপরাহ্ন
৫০০ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফাইল ছবি


বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি অর্থাৎ ৫০০ কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে সোশ্যাল মিডিয়ার পেছনে প্রায় আড়াই ঘণ্টা সময় ব্যয় করেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওসের প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়। এতে বলা হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে, যা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ।

প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

    ফেসবুকে হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবেফেসবুকে হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

তবে অঞ্চলভেদে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে তিনজনের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণ প্রতিদিন অন্তত ২ ঘন্টা ২৬ মিনিট।



বর্তমানে বিশ্বে কয়েক শ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে। ব্লগভিত্তিক, ছবি ও ভিডিওভিত্তিক কিংবা মেসেজিং প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া অহরহ। যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) সবচেয়ে জনপ্রিয়। চ্যাটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার তুমুল জনপ্রিয়। এ ছাড়া টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউবের ব্যবহারকারীর সংখ্যা অসংখ্য। বর্তমানে সবচেয়ে সক্রিয় সোশ্যাল মিডিয়া অন্তত ৩০টি।

তথ্যসূত্র: ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ