ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০১:০২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০১:০২:৩৩ অপরাহ্ন
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

মালদ্বীপের রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ-মালদ্বীপের ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্কের দীর্ঘকালের ইতিহাস তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে এবং উভয় দেশের জন্য উপকৃত হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ ও প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে। সোমবার (০৮ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আর এক্সে করা এক টুইট বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খুব শিগগিরই টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের ফল ঘোষণার পর ইতোমধ্যেই বিভিন্ন দেশের পক্ষ থেকে ফের নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ