ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের সঙ্গে দেখা করতে হাজির মাশরাফি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-০১-২০২৪ ০২:১৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৪ ০২:১৬:৩৬ অপরাহ্ন
সাকিবের সঙ্গে দেখা করতে হাজির মাশরাফি ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয়া সাকিবের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মাগুরায় পা রাখেন মাশরাফি।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর মাগুরায় পৌঁছান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি। এর আগে, সাকিবের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল অপুদের। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, নড়াইল-২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এর আগে, কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন নির্বাচনের আগেই তার এলাকায় আসবেন সাবেক টাইগার অধিনায়ক। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ