তিন দিন আগে ফের বার্তা দিলো জাতিসংঘ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৪-০১-২০২৪ ০২:০৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৪ ০২:০৬:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ফের বার্তা দিলো জাতিসংঘ। বুধবার (৩ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
মুখপাত্রের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আসন্ন নির্বাচনে ৪৪ রাজনৈতিক দলের মধ্যে ২৮টি অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব দলের কমপক্ষে এক হাজার ৯৭০ প্রার্থী। এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছেন প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষক। এমন অংশগ্রহণমূলক নির্বাচন সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের কি কোনো পর্যবেক্ষণ আছে?
এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, না, নেই। তিনি আরও বলেন, আমরা শুধু ঘনিষ্ঠভাবে এ প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে এটুকুই আছে।
এর আগে দেয়া ব্রিফিংয়ে স্টিফেন ডুজাররিক বলেছিলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তিনি আরও বলেছিলেন, এ সম্পর্কে জাতিসংঘের প্রতিক্রিয়া নির্বাচনের পরে জানানো হবে।
আগামী রোববার বহুল আলোচিত-সমালোচিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার-প্রচারণা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স