ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণীর কাছে সাহায্য চাইলেন ভুবন বাদ্যকর

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০২:৪৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০২:৪৭:৩৮ অপরাহ্ন
তরুণীর কাছে সাহায্য চাইলেন ভুবন বাদ্যকর ফাইল ছবি
কাঁচা বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর। এই একটি গান দিয়েই মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিলেন তিনি। শুধু তিনিই নন, ভুবনের এই 'কাঁচা বাদাম' গানে ভিডিও, রিলস বানিয়েছেন টলিউড-বলিউডের নায়ক-নায়িকারাও। এমনকি অনেক টিকটকারও ভিডিও বানিয়ে লাখ টাকা উপার্জন করেছেন।


এদিকে কাঁচা বাদাম গেয়ে জনপ্রিয়তা পেলেও ক্যারিয়ার গড়তে পারেননি ভুবন। শুরুতে দেশের বিভিন্ন প্রান্তে গানের জন্য ডাক পড়লেও এখন কাজ পান না তিনি। ফলে অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে এই গায়কের। বলা যায়, পুরোপুরি নিঃস্ব তিনি। তাই ভুবনের লেখা গানে ভাইরাল এক তরুণীর কাছে সহায়তা চাইলেন এই গায়ক।

এ প্রসঙ্গে ভুবন জানান, তিনি এখন কার্যত নিঃস্ব। ব্যাংকে যা টাকা ছিল সেটা প্রায় শেষ। এখন আর কেউ তাকে সেভাবে ডাকেন না। ফলে আয়-রোজগারও নেই। এমন অবস্থায় তিনি সাহায্য চেয়েছেন অঞ্জলি আরোরার কাছে।

ভুবনের 'কাঁচা বাদাম' গানেই রিল বানিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান অঞ্জলি। এমনকি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো 'লক আপে' — ও হাজির হয়েছিলেন এই সোশ্যাল তারকা।

জানা গেছে, ভুবনের 'কাঁচা বাদাম' গানে নেচে ভাইরাল কোটি টাকার বাড়ি এবং নিজের গাড়িও কিনে ফেলেছেন অঞ্জলি। ভক্তদের ভাষ্যমতে, 'কাঁচা বাদাম' গানে নেচেই পরিচিতি পেয়েছেন অঞ্জলি। এরপর তিনি অনেক রিল বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে শুরুটা ভুবন বাদ্যকরের গানেই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ভুবন বলেন, শুনেছি অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে জনপ্রিয়তার পাশাপাশি নাকি গাড়ি-বাড়িও করেছেন। তিনি তো আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। তাই ওই অভিনেত্রীর সাহায্য চাই। বাড়ি বানাতে শুরু করেছিলাম, শেষ করে উঠতে পারিনি। এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বিক্রি করব। আমার ছেলে কাজ করে, সেটা দিয়েই কোনোরকম সংসার চালাচ্ছি।

তবে অঞ্জলির কাছে কেন সাহায্য চান? এই প্রশ্নের জবাবে ভুবব বলেন, গানটা তো আমিই লিখেছিলাম। সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার আজ এতো করুণ অবস্থা। তাই অঞ্জলির কাছে সাহায্য চাই। যেন উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানিয়েছেন। কিন্তু গান তো আমারই। আমারও তো কিছু প্রাপ্য আছে।

সূত্র : আজতাক

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ