ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হরতাল-অবরোধ থাকবে কিনা, জানাল বিএনপি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০২:৩৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০২:৩৯:৫১ অপরাহ্ন
হরতাল-অবরোধ থাকবে কিনা, জানাল বিএনপি ফাইল ছবি
নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে শুক্রবার, শনিবার ও মঙ্গলবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। তবে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (রোববার) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে বিএনপি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি সূত্র জানায়, গুম, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে। অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও একই ধরনের মানববন্ধনের আয়োজন করা হবে।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা ১০ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। শেষ হবে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ২৫৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন রয়েছে।rtb

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ