ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় বলার আগে চুরির শিকার ওয়ার্নার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-০১-২০২৪ ০২:৪১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৪ ০২:৪১:৩৯ অপরাহ্ন
বিদায় বলার আগে চুরির শিকার ওয়ার্নার ফাইল ছবি


অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টই এই বাঁহাতি ওপেনারের শেষ। গত বছরই বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে বিদায় জানাতে চান। তবে বিদায়ী টেস্ট শুরুর আগে চুরির শিকার হয়েছেন ওয়ার্নার।

ক্যারিয়ারের শেষ টেস্টের আগে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনি পৌঁছানোর পর জেনেছেন ব্যাগ থেকে তাঁর ব্যাগি গ্রিন (অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টেস্ট ক্যাপ) হারিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে হারানো ব্যাগি গ্রিন ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় ওয়ার্নার জানিয়েছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর তাঁর ব্যাকপ্যাক থেকে ব্যাগি গ্রিন হারিয়েছে। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকেই এই টুপি ব্যবহার করছেন ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্ট শুরুর আগে এটি ফিরে না পেলে নতুন ব্যাগি গ্রিন পরে ক্যারিয়ারের ১১২তম টেস্ট খেলতে হবে ওপেনারকে। দীর্ঘ ১৩ বছরের সঙ্গী এই টুপি হারিয়ে হতাশ তিনি।

৭৯ রানে দ্বিতীয় টেস্টে জয়ের পর ওয়ার্নার সিডনিতে তাঁর বাড়ি ফিরে যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাকপ্যাকের সঙ্গে মেলবোর্নেই তাঁর ব্যাগি গ্রিনটি ছিল। কিন্তু সিডনিতে ব্যাগ পাওয়ার পরই যেন তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে, 'এটি আমার কাছে আবেগের ব্যাপার। এই সপ্তাহে যখন মাঠে নামব তখন এটি (ব্যাগি গ্রিন) আমার হাতে থাক, এটাই চাইব।'

যে ব্যক্তি এটি নিয়েছেন, নিজ থেকে ফিরিয়ে দিলে তাঁকে কোনো শাস্তি পেতে হবে না বলে জানিয়ে ওয়ার্নার বলেন, 'আপনার যদি ব্যাকপ্যাকটা দরকার হয়, আমার কাছে আরও একটা আছে। আপনি কোনো বিপদে পড়বেন না। দয়া করে ক্রিকেট অস্ট্রেলিয়া অথবা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন। যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন, আমি আপনাকে এটি খুশিমনে (ব্যাকপ্যাক) দিয়ে দেব।'

লম্বা ক্যারিয়ারে ১১১ টেস্টের ২০৩ ইনিংসে ৪৪.৫৮ গড়ে ৮৬৯৫ রান করেছেন ওয়ার্নার। ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি আছে তাঁর। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি এই পাকিস্তানের বিপক্ষেই, ২০১৯ সালে অ্যাডিলেইডে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ