ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-১২-২০২৩ ০৪:৫৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৩ ০৪:৫৪:২৫ অপরাহ্ন
বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বরিশালের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন।


এর আগে দুপুর পৌনে ১টায় পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ বরিশাল সফরে গেলেন আওয়ামী লীগ সভাপতি।

বিকেলে বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে একই দিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রথমে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। পরে একে একে জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহকারে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে।

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ