ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পতনের আন্দোলন আরও বেগবান হবে, নজরুল ইসলাম

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০৩:০৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০৩:০৮:০১ অপরাহ্ন
সরকার পতনের আন্দোলন আরও বেগবান হবে, নজরুল ইসলাম ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পয়লা জানুয়ারি থেকে চলমান সরকার পতনের আন্দোলন আরও বেগবান হবে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জনের দাবিতে মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণের সময় তিনি এমনটি বলেন।

নজরুল ইসলাম খান বলেন, 'এ নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির একটি প্রচেষ্টামাত্র। আমরা তা হতে দেব না।'

এদিকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে শুক্র -শনিবারও সারা দেশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করবে বিএনপি। এরই মধ্যে সাধারণ মানুষ বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে বলেও দাবি করেছেন দলটির নেতারা।

বিএনপি নেতারা দাবি করেন, ৭ জানুয়ারি ভোটের নামে সরকার আবারও প্রহসন করছে। সাধারণ মানুষ সরকারের এই নির্বাচন নামের নাটক প্রত্যাখান করেছে।

এ সময় নেতারা বলেন, সব বাধা উপেক্ষা করে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত আছে। শিগগিরই দাবি আদায়ের এ আন্দোলন আরও জোরদার হবে। এবারের আন্দোলনে বিএনপি সফল হবে বলে আবারও আশাবাদ জানান বিএনপি নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ