ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০৩:০১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০৩:০১:২৬ অপরাহ্ন
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ ফাইল ছবি
তিন দশকের দোরগোড়ায় পৌঁছে গেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। ফ্যাশন হাউসটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ ডিসেম্বর রঙ বাংলাদেশ পেরিয়েছে ২৯ বছর। 'আমরা সময়কে রাঙিয়ে তুলি' স্লোগানে 'রঙ' নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় ছড়িয়েছে দেশে-বিদেশের নানা প্রান্তে।



প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৌমিক দাস জানান, নব্বই দশকের শুরুতেই চার বন্ধুর উদ্যোগ ছিলো এই রঙ। ১৯৯৪ সালে নারায়ণগঞ্জের চাষাড়ায় ছোট্ট পরিসরে শুরু হয় কার্যক্রম। তারপর আর পেছনে তাকাতে হয়নি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশে বিস্তার ঘটে প্রতিষ্ঠানটির। এই জয়যাত্রায় ধীরে ধীরে অনন্য ব্যান্ড হিসেবে পরিচিতি পায় রঙ। ২০১৫ সালে 'রঙ' হয়েছে ওঠে 'রঙ বাংলাদেশ'।



সময়ের সঙ্গে পরিসর বাড়তে থাকে রঙ বাংলাদেশের। দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম এই ব্র্যান্ড ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। ফলে রঙ বাংলাদেশের অনুরাগীরা হাতের নাগালেই পাচ্ছেন প্রিয় ব্র্যান্ডের পোশাক ও উপহারসামগ্রী। সমান্তরালে ডিজিটাল উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে রঙ বাংলাদেশের অনলাইন প্লাটফর্ম, নিজস্ব ই-কর্মাস সাইট ও ফেসবুকসহ নানান সামাজিক মাধ্যম। ফলে দেশে-বিদেশের ক্রেতারা সহজেই জানতে পারছেন এই দেশীয় ব্র্যান্ডের সকল নান্দনিক সৃষ্টি, কিনতেও পারছেন সকল সামগ্রী বাসায় বসেই।



রঙ বাংলাদেশ বিভিন্ন বয়সের জন্য সমান সচেতন। সেজন্যই মূল ব্র্যান্ডের অধীনেই রয়েছে ৪টি পৃথক সাব-ব্র্যান্ড। জ্যেষ্ঠদের জন্য 'শ্রদ্ধাঞ্জলি', তরুণদের জন্য 'ওয়েস্ট রঙ', ছোটদের জন্য 'রঙ জুনিয়র' আর বাংলাদেশকে দেশ এবং দেশের বাইরে পরিচিত করাতে আছে 'আমার বাংলাদেশ'। শেষের এই ব্র্যান্ডটি মূল উপহার সামগ্রী বা স্মারক উপহারের; যাতে করে এর মাঝে খুঁজে পাওয়া যায় এক টুকরো বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ