ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পাতানো নির্বাচন করছে সরকার, নজরুল ইসলাম

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০২:৫২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০২:৫২:০৩ অপরাহ্ন
পাতানো নির্বাচন করছে সরকার, নজরুল ইসলাম ফাইল ছবি

সরকার নিজেদের মধ্যে পাতানো নির্বাচন করছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর মতিঝিলে আজ মঙ্গলবার ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এ দাবি করেন।


নজরুল ইসলাম বলেন, প্রহসনের নির্বাচন করে আবার ক্ষমতায় আসলেও গণপ্রতিরোধে টিকে থাকতে পারবে না সরকার।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ডামি নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। নিজেদের মধ্যে পাতানো নির্বাচন করছে সরকার। তাই এই ভোটে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।

বিএনপির ডাকে মানুষ সাড়া দিয়েছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।

বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করছে সমমনা কয়েকটি দল। জাতীয় প্রেসক্লাব, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকাতে গণসংযোগে এ লিফলেট বিতরণ করেছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল। ভোটবর্জনসহ গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান দলগুলোর নেতারা।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচার।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট হবে। এই নির্বাচনে ইসির নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। তবে বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।ইন্ডি/টিভি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ