ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আবেগ তাড়িত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি ,বাহার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-১২-২০২৩ ০২:৩৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০২:৩৮:২৫ অপরাহ্ন
আবেগ তাড়িত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি ,বাহার ফাইল ছবি
বেকের তাড়নায় আবেগ তাড়িত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ এর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে আইনি পরামর্শ চাইতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাহার বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি মাত্র কয়কজন নিয়ে একটি থানা দখল করেন সেখান থেকে বেশ কয়েক জন নারীকে মুক্ত করে তার বাহিনী। কিন্তু স্বাধীনতার এতো বছর পড়েও দেশ নারী ও শিশুদের জন্য নিরাপদ হয়নি।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় স্বীকার করে তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহতের নামে বাসে, ট্রেন আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। এসব কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেয়ার কথা বলি। যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এ ছাড়া আর কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সংসদীয় আসনের এলাকায় একটি উঠান বৈঠকে বাহাউদ্দিন বাহার বলেন, যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙ্গে দেবেন। 'আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি' মর্মে উসকানিমূলক নির্দেশন দেন। এছাড়া তিনি দুটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে তার নির্বাচনী এলাকায় অনুষ্ঠান থেকে বের করে দেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ