ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-১২-২০২৩ ০৫:৪৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৩ ০৫:৪৩:১১ অপরাহ্ন
ঢাকাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ফাইল ছবি
নাশকতার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে রেলওয়ে প্লাটফর্মে ঢাকাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসময় উপস্থিত রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেছে। বিস্ফোরণের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশনে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- শহরের ৫ নম্বর রেলগেইট এলাকার মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২১), একই এলাকার রবিউল ইসলামের ছেলে মো. আরিফ(২৩) ও রাজধানীর কাফরুল থানা এলাকার আনু মিয়ার ছেলে জয়নাল আবেদীন(২২)।

নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মোকলেছুর রহমান জানান, দুপুর একটা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। এমন এসময় বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় প্ল্যাটফর্মের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করে। ঘটনাস্থল থেকে হাতবোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ ও আনস্যরা মোতায়েন রয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের রাজনৈতিক কোন পরিচয় আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ