দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৪-১২-২০২৩ ১০:১৯:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১২-২০২৩ ১০:১৯:৩২ পূর্বাহ্ন
ফাইল ছবি
ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশার ঘনত্বের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় পথ হারিয়ে ৩টি ফেরি মাঝ নদীতে আটকে যায়। এরপর থেকেই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
খালেদ নেওয়াজ বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় অর্ধশত যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স