ঘন কুয়াশার চাদর মুড়িয়ে জেঁকে বসেছে শীত
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৪-১২-২০২৩ ১০:১১:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১২-২০২৩ ১০:১১:০৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
মাঝারি থেকে ঘন কুয়াশার চাদর মুড়িয়ে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রাও ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের মাঝে নেমে এসেছে। তবে গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও তার থেকে কমে যেতে পারে। এই সময়ে নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এ জন্য কোনো সংকেত দেখাতে বলেনি আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, ৭২ ঘণ্টার (৩ দিন) জন্য দেয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই অবস্থায় আজ রোববার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়াও উল্লেখিত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় (সোমবার) ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে
পারে।
এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৫ (পাঁচ) দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কিশোরগঞ্জের নিকলিতে, ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় শনিবার সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স