ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২২-১২-২০২৩ ০৫:০৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৩ ০৫:০৯:৫০ অপরাহ্ন
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের। ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা উল্লেখ করে নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনেরও দাবি দলটির। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলে এমন দাবি জানান তিনি।

বর্তমান সংসদ বিতর্কিত উল্লেখ করে এটি ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিল এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে। অন্যথায় সব জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এরপরও দাবি আদায় না হলে কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন রাজপথ উত্তাল হয়ে উঠবে। নির্বাচন কমিশন (ইসি) পাতানো নাটক তৈরি করতে যাচ্ছে। এতে কেউ অংশ না নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ