ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অসহযোগের কথা বলে, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা ,ওবায়দুল কাদের।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-১২-২০২৩ ০১:৩৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৩ ০১:৩৬:৪৮ অপরাহ্ন
অসহযোগের কথা বলে, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা ,ওবায়দুল কাদের। ফাইল ছবি
অসহযোগের কথা বলে কেউ ট্যাক্স না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যারা অসহযোগের কথা বলে, তারা ট্যাক্স, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাড়া আদায় করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল, তাদের ডাকে মানুষ অসহযোগ আন্দোলন করবে, এ কথা কেউ বিশ্বাস করে না৷ তাদের ডাকে মানুষ সাড়া দেবে না।

নির্বাচন বন্ধ করতে চাইলে দেশের মানুষ প্রতিহত করবে উল্লেখ করে কাদের বলেন, গুপ্তহত্যা বন্ধ করুন। না হলে মানুষ আপনাদের ধরে ধরে পেটাবে। আপনারা নির্বাচন বন্ধ করতে চান। দেশের মানুষ আপনাদের প্রতিহত করবে।

বিএনপি কী নিয়ে অসহযোগ আন্দোলন করবে, প্রশ্ন ওবায়দুল কাদেরেরবিএনপি কী নিয়ে অসহযোগ আন্দোলন করবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

বিএনপির উদ্দেশে কাদের বলেন, মঈন খান (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) এক উদ্ভট স্বপ্ন দেখেছেন, নির্বাচন হবে না। সরকার ৫ দিনও টিকবে না। ৫ দিন নয়, সরকার ৫ বছরই টিকবে।

বিএনপি নেতাদের কারাদণ্ডের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের কারণে নয়, বিএনপি নেতা-কর্মীদের ফৌজদারি অপরাধের কারণেই তারা জেলে আছেন।'

 বিএনপির ডাকে জনগণ কোনোদিনই সাড়া দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রীবিএনপির ডাকে জনগণ কোনোদিনই সাড়া দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় বিএনপিকে আসল ডামি দল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হলো আসলে একটি ডামি দল। দেশের প্রথম কিংস পার্টি বিএনপি। ভুঁইফোঁড়, দুর্নীতিবাজদের নিয়ে দল করেছিলেন জিয়াউর রহমান।

এর আগে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ আন্দোলনের ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আজ থেকে অসহযোগ আন্দোলন শুরু। এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না—সেটিও ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীরা আজ থেকে আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ