ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারকে অসহযোগিতা করার ডাক দিল বিএনপি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২০-১২-২০২৩ ০৫:২৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৩ ০৫:২৯:২৪ অপরাহ্ন
সরকারকে অসহযোগিতা করার ডাক দিল বিএনপি ফাইল ছবি

সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ আন্দোলনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আজ থেকে অসহযোগ আন্দোলন শুরু। এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবলেন, বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটিও ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীরা আজ থেকে আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।

সরকার পতনের একদফা দাবি আদায়ে ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিক হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি। এবার একই দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিল দলটি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ