জামিনে মুক্ত ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৯-১২-২০২৩ ০১:৩৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১২-২০২৩ ০১:৩৫:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
জামিনে মুক্ত হলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। গতকাল সোমবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী আহসানুল করিম।
চট্রগ্রামের এক গ্রাহকের করা চেক জালিয়াতির মামলার শুনানি শেষে সোমবার জামিনে মুক্ত হন রাসেল।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পরপরই কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে।
অভিযোগ বাড়তে থাকার মধ্যেই ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাঁদের বিরুদ্ধে সারা দেশে অনেকগুলো মামলা হয়।
গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল। সোমবার রাসেলের মুক্তির খবরে আবারও পাওনা ফেরতের দাবি জানিয়েছেন হাজার হাজার গ্রাহক ও মার্চেন্টরা।indi/tv
।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স