ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাহিয়া মাহিকে শোকজ

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৫-১২-২০২৩ ০৬:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৩ ০৬:৪৮:০১ অপরাহ্ন
মাহিয়া মাহিকে শোকজ ফাইল ছবি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজশাহী জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত এবং রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আবু সাঈদ মাহিকে এই শোকজ নোটিশ পাঠান। নোটিশে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গত ১৪-১২-২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান।

আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তত্মর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ১৭-১২-২০২৩ তারিখ রোজ রোববার বেলা ১১টার সময় সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ