ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০২:০৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০২:০৭:৫১ অপরাহ্ন
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ ফাইল ছবি


মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। সৌধ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধের সবুজ চত্বর।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ এলাকা।indifi/tv

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ