ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১০-১২-২০২৩ ০২:৩৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৩ ০২:৩৭:৪৩ অপরাহ্ন
ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি ফাইল ছবি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। রোববার (১০ ডিসেম্বর) এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ছুটে আসেন নেতাকর্মীরা। তবে সেখানে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দেড় মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় হরতাল-অবরোধ পালন করতে থাকা বিএনপি এবার টানা কর্মসূচি থেকে সরে এসে মানববন্ধনের মধ্য দিয়ে সামনে আসে। যেখানে সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

জানা যায়, আজকের মানবন্ধনে বিএনপির পুরুষ নেতাকর্মীদের চেয়ে নারী কর্মীদের উপস্থিতি ছিল বেশি। যেখানে আগে বিএনপির কর্মসূচিতে ১০ ভাগ নারীর অংশগ্রহণ থাকত, সেখানে এবার নারীদের উপস্থিতি ছিল ৬০ ভাগের মতো।

সরেজমিনে দেখা যায়, মানববন্ধন উপলক্ষে পল্টন থেকে প্রেস ক্লাব মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের জমায়েত রয়েছে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সেখানে স্লোগান দিচ্ছিলেন তারা। সরকারের পদত্যাগের দাবিই তাদের স্লোগানের মূল কথা। মানববন্ধনে যোগ দিতে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ইত্যাদি।

এর আগে সকাল ৯টা থেকে স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এ সময় নেতাকর্মীরা 'মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই', 'জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'অবৈধ নির্বাচন মানি না, মানবো না' সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে জাতীয় প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি সামল দিতে রাখা ছিল জল কামান এবং এপিসিও। সেই সঙ্গে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘুরতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ