রাজধানীতে শীত দেরিতে আসার কারণ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৯-১২-২০২৩ ০২:১৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১২-২০২৩ ০২:১৫:৪২ অপরাহ্ন
ফাইল ছবি
গত দুই দিন সারা দেশেই বৃষ্টি হয়েছে। এর কারণে শীত অনুভূত হচ্ছিল। এ বৃষ্টিই রাজধানীতে শীত নামিয়ে আনবে বলে মনে করেছেন অনেক। তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ঠান্ডা অনুভূত হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। জলীয় বাষ্পের পরিমাণ কমার পর শীত অনুভূত হবে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। যার কারণে সাগর থেকে জলীয় বাষ্প ভূমির দিকে চলে এসছে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। আর জলীয় বাষ্প বেড়ে গেলে শীত কম অনুভূত হয়। তাই শীত এবার কিছুটা দেরিতে আসছে।
তিনি বলেন, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা অনুভূত হয়েছে। তবে আজ সারা দিন তাপমাত্রা সামান্য বাড়বে। ফলে দিনের বেলা শীত সেভাবে অনুভূত হবে না।
এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সূর্যও উঠতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স