ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন

আপলোড সময় : ০৭-১২-২০২৩ ০৩:৩৬:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৩ ০৩:৪১:৩২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন ফাইল ছবি
বিএনপির চলমান অবরোধের মধ্যে ২৪ ঘণ্টায় সারাদেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাজধানীতেই পুড়েছে ৬টি গাড়ি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলেও রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে বলা হয়েছে, গত বুধবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানীতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটি জানায়, দুর্বৃত্তরা বুধবার সকাল সোয়া ৬ টায় গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপ, সকাল সাড়ে ৮টায় রাজধানীর খিলগাঁও তালতলায় ১টি অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয়।

একই দিন সকাল পৌনে ১১টায় গাজীপুরের কাপাসিয়ার ১টি কাভার্ড ভ্যান, বিকেল পৌণে ৫টায় খিলগাঁও মানিকনগর চৌরাস্তায় ৩টি বাস, রাত ৮টায়, প্রগতি স্মরণিতে ১টি বাস, রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শাহজাদপুরে ১টি পিকআপ এবং রাত সাড়ে ১১টায় চট্টগ্রামে কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি বাস আগুন দেওয়া হয়।

বুধবার মধ্য রাতে আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে ১টি ট্রাক, রাত ৩টায় ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রীজে ১টি কাভার্ড ভ্যান ও রাত ৪টায় চট্টগ্রামে কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি কাভার্ড ভ্যানে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ হিসেবের বাহিরেও বৃহস্পতিবার দুপুর ১টায় শাহবাগে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

গত ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৬৬টি অগ্নিসংযোগের সংবাদ পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ