ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে সর্বশেষ অবস্থান জানালো যুক্তরাষ্ট্র

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৬-১২-২০২৩ ১০:২৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৩ ১০:২৫:৪৬ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে সর্বশেষ অবস্থান জানালো যুক্তরাষ্ট্র ফাইল ছবি
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন 'কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২২' প্রকাশ করে দেশটি। যেখানে বাংলাদেশ অংশে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ কঠোরভাবে জঙ্গি দমন অব্যাহত রাখায় ২০২২ সালে এ দেশে এ ধরনের অল্প কয়েকটি ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের অন্যান্য কর্মকর্তা প্রায়ই সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের (শূন্য সহিষ্ণুতা) ওপর জোর দেন। তবে বাংলাদেশ বরাবরই আল-কায়েদা ও আইএসের মতো বৈশ্বিক জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তাকে ওই প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সাংবাদিক। পরে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মিলার।

মার্কিন প্রতিবেদন কথা উল্লেখ করে ওই সাংবাদিক বলেন, 'আপনাকে (ম্যাথু মিলার) অসংখ্য ধন্যবাদ — আমার দুটি প্রশ্ন আছে। একটি হলো বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদের প্রতিবেদন নিয়ে।

প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায়, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এর মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমে গেছে। কিন্তু এখন শঙ্কা ওঠছে যে, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে— এতে করে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আপনার মতামতা কি? এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কী বলবেন?'

এই প্রশ্নের সরাসরি (কোনো) উত্তর না দিয়ে মিলার বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলেছি যে, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমাদের নীতি এটিই থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে।'

মিলারের এমন উত্তরের পর অবশ্য ওই সাংবাদিক বলেন, '(প্রশ্নটি) এটি ছিল না — এটি ছিল সন্ত্রাসবাদ নিয়ে — সন্ত্রাসবাদের উত্থান — নির্বাচন নিয়ে নয়।' এরপর মিলার বলেন, 'আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল বা কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে এরচেয়ে বেশি কিছু আমার বলার নেই।'

এরপর ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করতে গেলে তাকে থামিয়ে দেন ম্যাথু মিলার। এ সময় অন্য সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, 'প্রশ্ন করুন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ