ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রডবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন , ট্রাক চালক দগ্ধ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-১২-২০২৩ ০৩:৪২:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৩ ০৩:৪২:১৯ অপরাহ্ন
রডবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন , ট্রাক চালক দগ্ধ ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে রডবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক সাইফুল ইসলাম ও সহকারী মো. জনি দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।


দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ট্রাকচালক সাইফুল ইসলাম জানান, তাঁরা চট্টগ্রাম থেকে ট্রাকে রডবোঝাই করে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।  ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে আসলে বেশ কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে দ্রুত নামার সময় দুজনই দগ্ধ হন। পরে প্রথমে তাঁরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সাইফুল ইসলাম ১৭ শতাংশ ও মো. জনি ১০ শতাংশ দগ্ধ হয়েছেন। দুজনেরই ফেস বার্ন রয়েছে। আমরা তাদেরকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রেখেছি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,  তাদের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।indepen/tv

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ