১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
১০ ডিসেম্বর সমাবেশ করতে আ. লীগকে ইসির অনুমতি নিতে হবে’
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৩-১২-২০২৩ ০৩:০৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৩ ০৩:০৩:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ ধরনের রাজনৈতিক সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ইসি সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখনো এ বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করবো। আমাদের আচরণবিধিতে যা আছে, তাতে করে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে আমাদের লোকাল রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।
এর আগে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে সমাবেশের বিষয়টি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স