আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০২-১২-২০২৩ ০৫:৪১:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৩ ০৫:৪১:০৯ অপরাহ্ন
ফাইল ছবি
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম কোনো টেস্ট ম্যাচে হারিয়ে জয়কে স্মরণীয় করলো বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে ১৫০ রানে পাওয়া জয় দিয়েই তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে নাজমুল হোসেন শান্তর দল ১২ পয়েন্ট পেয়েছে।
বাংলাদেশের এই জয়ে অবশ্য প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের করা, ৮৬ রানের ক্যামিও দারুণ ভূমিকা রেখেছে। কেননা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে বেশ সংগ্রাম করতে হয়েছে স্বাগতিকদের। তবে ম্যাচসেরা তাইজুলই ছিলেন দুর্দান্ত ফর্মে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি।
এর আগে ২০১৮ সালে টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেট নিয়েছিলেন তাইজুল, সেটিও ছিলো সিলেটে। এ নিয়ে সাদা পোশাকে চলতি বছর বাংলাদেশ শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে। এ বছর তারা তিনটি টেস্ট খেলেছে দেশের মাটিতে। যার সবকটিতেই টাইগাররা জিতেছে। এপ্রিলে তারা জিতেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। জুনে একমাত্র টেস্টে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
এবার কিউইদের দেশের মাটিতে প্রথমবারের মতো হারানোর ইতিহাস গড়লো। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয় নিয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। এক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারপরই অবস্থান টাইগারদের। ভারত দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে ১৮ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পাঁচ ম্যাচে দুটি করে জয়ে পয়েন্ট পেয়েছে যথাক্রমে ১৮ ও ৯।
একটি করে ড্র ও হার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভাগে ৪ পয়েন্ট। শ্রীলঙ্কা দুই ম্যাচ ও কিউইরা এক ম্যাচ খেলে জয় না পাওয়ায় তাদের পয়েন্ট শূন্য।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স