ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে গুলি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-১২-২০২৩ ০৫:২৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৩ ০৫:২৪:২১ অপরাহ্ন
রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে গুলি সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা গুলির খোসা। ছবি : এনটিভি
চট্টগ্রাম সাতকানিয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ইছামতি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে।

ব্যবসায়ী রিয়াদ অভিযোগ করে বলেন, 'আমরা নৌকার প্রার্থী নেজামুদ্দিন ড. নদভীর সমর্থক হওয়ায় বিদ্রোহী প্রার্থী মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান সুমনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে। মামলা করার প্রস্তুতি নিচ্ছি।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে এম এ মোতালেব অভিযোগ অস্বীকার করে বলেন, 'স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমার কর্মী সমর্থকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। আমরা কারও ওপর হামলা করিনি। আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।'

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার দুপুরে বলেন, 'খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। এখনও কোনো অভিযোগ করা হয়নি।'
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ