ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৩:১৫:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৩:১৫:১০ অপরাহ্ন
মানুষ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। যার কারণে সারা দেশের মানুষ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দু-একটি দল বাদে অনেকে ফরম নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে।

এসময় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ