ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে এক সঙ্গে উড়াল দেবে দু'দল।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৮-১১-২০২৩ ১২:৪৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৩ ১২:৪৩:৪৫ অপরাহ্ন
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে এক সঙ্গে উড়াল দেবে দু'দল। ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ। প্রথমে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দলে অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দিপুর। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর মিরপুরে। এরপরই সেখান থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে এক সঙ্গে উড়াল দেবে দু'দল।


সেখানে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টাইগাররা। আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারে হবে ২৭ ডিসেম্বর। এরপর যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি।


জোর গুঞ্জন আজ ঘোষণা করা হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের স্কোয়াড। এ সিরিজেও সাকিব ও তামিমকে পাওয়া যাবে না। পাওয়া যাবে না মাহমুদউল্লাহ রিয়াদকেও। তবে দলে ফিরবেন লিটন দাস। ইতোমধ্যে সাদা বলের স্কোয়াডে সুযোগ পেতে সম্ভাব্য খেলোয়াড়রা তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুশফিক হাসান, নাহিদ রানা, শেখ মেহেদী, মাহমুদুল হাসান জয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ