ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে র‍্যাবের ৪২৬টি টহল দল মোতায়েন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০৩:৫৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৩:৫৫:১৮ অপরাহ্ন
সারাদেশে র‍্যাবের  ৪২৬টি টহল দল মোতায়েন ফাইল ছবি
বিএনপি-জামায়াতের চলমান অবরোধ ও রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই ১৪২টি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪২টি টহল দলসহ সারাদেশে ৪২৬টি টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকোর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন খন্দকার আল মঈন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ